Published : 12 Nov 2024, 12:35 AM
চুয়াডাঙ্গা সদর উপজেলায় বেশি দামে সার বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার বিকালে উপজেলার সরোজগঞ্জ বাজারের জেলা টাস্কফোর্স এ অভিযান চালায় বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।
তিনি জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় মেসার্স সামসুল আলম প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা এবং মেসার্স বিশ্বাস ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
দুটি প্রতিষ্ঠানে বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ কীটনাশক, অতিরিক্ত মূল্যে বীজ ও সার বিক্রি এবং ক্রয়ের রসিদ সংরক্ষণ না করার প্রমাণ পাওয়া যায় বলে জানায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জুলফিকার ও তার দল সহযোগিতা করেন। এ ছাড়া কৃষি বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান, ক্যাব ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।