Published : 30 Jun 2025, 12:04 PM
বরিশালের উজিরপুর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা টাইলস বোঝাই ট্রাকের পেছনে আম বোঝাই একটি ট্রাক ধাক্কা দিয়েছে। এতে ট্রাক চালকের সহকারী ও এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার ভোর রাতে বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার পূর্ব ধামসর গ্রামের সোনার বাংলা স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান।
নিহত পথচারী সবুজ হাওলাদার (৩০) উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদারশী এলাকার বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য মো. দুলাল হাওলাদারের ছেলে। অপর নিহত সোহেল (২০) কুষ্টিয়ার দৌলতপুর থানার বর্গির চর এলাকার রতনের ছেলে। তিনি আম বোঝাই ট্রাক চালকের সহকারী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাত ৩টার দিকে মহাসড়কের পাশে টাইলস বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ভোরে পেছন থেকে আম বোঝাই একটি ট্রাক এক পথচারীকে চাপা দিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আম বোঝাই ট্রাক চালকের সহকারী সোহেল নিহত হন।
আহত পথচারী সবুজকে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সবুজ মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উজিরপুর স্টেশনের একটি দল ঘটনাস্থলে থেকে ট্রাক চালকের সহকারী সোহেলের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
গৌরনদী হাইওয়ে থানার এসআই মো. শরীফ বলেন, টাইলস বোঝাই ট্রাকটি ঢাকার মিরপুর থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। আর আম বোঝাই ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে বরিশালে যাচ্ছিল। ট্রাক দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পরপর দুই ট্রাকের চালক ও সহকারীরা পালিয়ে গেছেন বলে জানান তিনি।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বলেন, সবুজের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।