Published : 04 Oct 2024, 07:10 PM
সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আলাদা স্থান থেকে নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে; যাদের মধ্যে দুজন ‘মানব পাচারের’ সঙ্গে জড়িত বলে বিজিবির ভাষ্য।
শুক্রবার ভোরে সদর উপজেলার পদ্মশাখরা ও কলারোয়া উপজেলার হিজলদি সীমান্ত থেকে তাদের আটক করা হয় বলে জানান সাতক্ষীরা ৩৩-বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।
পদ্মশাখরা সীমান্তে আটকরা হলেন- সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের শামসুদ্দিন গাজির ছেলে দালাল মো. জসিম উদ্দিন (৩৮), লক্ষ্মীদাড়ি গ্রামের আসাদুল সরদারের ছেলে মো. বিলাল হোসেন (২৩), একই গ্রামের আব্দুল মজিদের ছেলে ধুর মো. শামছুজ্জামান (৩৯)।
হিজলদি সীমান্তে আটকদের মধ্যে মৌসুমী (৩৪) শরীয়তপুরে জাজিরা থানার রামকৃষ্ণপুর গ্রামের প্রয়াত শামসুল মোল্যার মেয়ে। তিনি আক্কেল মাহমুদ মুন্সি কান্দি এলাকার বাসিন্দা। অপর আটক মো. মামুন (৩৩) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার রুদ্রবানা গ্রামের প্রয়াত আয়নাল উদ্দিনের ছেলে।
শুক্রবার বেলা ১১টায় নিজ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, “গোপন খবরে জানতে পারি, পদ্মশাখরা বিওপির সীমান্ত পিলার ২/১-এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশান এলাকা দিয়ে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
“পরে পদ্মশাখরা বিওপির নায়েব সুবেদার আমির হোসেন এবং এসআইপি সদস্য হাবিলদার মো. আনোয়ারের নেতৃত্বে বিজিবি সদস্যরা ওই এলাকায় অবস্থান নেন। ভোররাতে দুটি মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি ওই এলাকায় এলে তাদের আটক করা হয়। এ ছাড়া মোটরসাইকেল দুটি জব্দ করা হয়।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার কথা স্বীকার করেছেন বলে জানান আশরাফুল হক।
আটকরা মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত দাবি করে তিনি বলেন, পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় মৌসুমী এবং মামুনকে আটক করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।
এর আগে ১ অগাস্ট যশোর সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে জানান তিনি।
অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে কলারোয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।