Published : 06 Jun 2025, 12:37 PM
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে; যিনি স্ত্রী ও মাকে নিয়ে ঈদ করতে বাড়ি যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার ধল্লাই এলাকা থেকে ২৩ বছর বয়সী রানা ইসলামের লাশ উদ্ধারের খবর জানান কালিহাতী থানার ওসি জাকির হোসেন।
২৩ বছর বয়সী রানা পাবনা জেলার চাটমোহর উপজেলার দাড়িয়া কয়ড়াপাড়া গামের মোতালেবের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ বলছে, ঢাকা-যমুনা সেতু মহাসড়কে যানজটের কারণে সখিপুর থেকে কালিহাতী হয়ে পাবনা যাচ্ছিলো বাসটি। রানা বাসে উঠলেই বমি করতেন। তাই কোন এক সময় বাসের ছাদে উঠলে সেখান থেকে পড়ে তার মৃত্যু হতে পারে।
পরিবারের লোকজন পাবনা বাসস্ট্যান্ডে গিয়ে রানাকে না পেয়ে তার মোবাইল ফোনে কল করেন। পরে একজন ফোন রিসিভ করে জানান যে, কালিহাতীতে রাস্তার পাশে রানার লাশ পড়ে আছে।
ওসি জাকির হোসেন বলেন, রানা স্ত্রী ও মাকে নিয়ে ঈদ উদযাপনের জন্য চাটমোহর দাড়িয়া কয়ড়াপাড়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।