Published : 31 Oct 2023, 05:40 PM
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মালবাহী ট্রাক ও পিকআপে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে আন্দোলনরত তৈরি পোশাক শ্রমিকদের বিরুদ্ধে।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর ফায়ার স্টেনের কর্মকর্তা মো. ইফতেখার হোসেন রায়হান জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ইফতেখার বলেন, “বেশ কিছুদিন ধরেই বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন তৈরি পোশাক শ্রমিকরা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে একটি মালবাহী ট্রাক ও পিকআপে আগুন দেয় শ্রমিকরা। এতে প্রথমে ট্রাকটির সামনে অংশ এবং পরে মালামাল পুড়ে যায়।
“এর কিছুক্ষণ পর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে আগুন দেয় উত্তেজিত শ্রমিকরা। এ সময় পুলিশ ধাওয়া দিলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়ক থেকে সরে যায়। পরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে।”
আন্দোলনরত পোশাক শ্রমিকদের নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম।
তিনি শ্রমিকদের ভাঙচুর না করে শান্ত থাকতে অনুরোধ জানিয়েছেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় কালিয়াকৈরের সফিপুর এলাকায় ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে তাতে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে তৈরি পোশাক শ্রমিকদের বিরুদ্ধে।
এ ছাড়া সকালে চন্দ্রা এলাকার আরেকটি ট্রাফিক পুলিশ বক্স এবং সফিপুর এলাকায় বেসরকারি তানহা হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগ উঠে শ্রমিকদের বিরুদ্ধে।
আরও পড়ুন:
এবার কালিয়াকৈরে পুলিশ বক্সে আগুন
কালিয়াকৈরে পুলিশ ফাঁড়িতে পোশাক শ্রমিকদের হামলা, মহাসড়ক অবরোধ