Published : 18 Sep 2024, 06:22 PM
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বাড়তি দামে সার ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে বিএডিসির এক ডিলারকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার সকালে উপজেলার উথলী বাজারে অভিযান চালিয়ে জরিমানার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস করা হয় বলে জানান চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
তিনি জানান, বিএডিসির স্থানীয় ডিলার ‘মেসার্স জহির ট্রেডার্সে’ গিয়ে বাড়তি মূল্যে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। ব্যবসায়ী জহির উদ্দিন এক হাজার ৩৫০ টাকা বস্তার টিএসপি সার এক হাজার ৯৪০ টাকায় বিক্রি করেছেন। সেইসঙ্গে তার দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ও ৫১ ধারায় সার ডিলার জহির উদ্দিনকে ৭০ হাজার টাকা জরিমানা ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস করা হয় বলে জানান ভোক্তা অধিদপ্তরের সজল আহম্মেদ।