Published : 02 Jun 2024, 10:33 PM
উপজেলা পরিষদের নির্বাচনে টিসিবির অতিরিক্ত পরিচালকের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গ করার অভিযোগ দিয়েছেন রংপুরের বদরগঞ্জ উপজেলার এক চেয়ারম্যান প্রার্থী।
রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, টিসিবির অতিরিক্ত পরিচালক আবুল হাসনাত চৌধুরী চন্দনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফজলে রাব্বি সুইট। সোমবার অভিযোগটির শুনানি করা হবে।
ফজলে রাব্বি সুইট আওয়ামী যুবলীগের রংপুর জেলা কমিটির সহ-সভাপতি।
লিখিত অভিযোগে তিনি বলেন, বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের (টিসিবি) অতিরিক্ত পরিচালক আবুল হাসনাত চৌধুরী চন্দন বদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার প্রার্থী হাসান তবিকুর চৌধুরী পলিনের পক্ষ নিয়ে ভোট চাওয়ার পাশাপাশি নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন।
ভোট না দিলে ‘দেখে নেবেন’ বলে হুমকিও দিচ্ছেন। তার কারণে ভোটাররা শঙ্কিত হয়ে পড়েছেন বলেও অভিযোগে জানান তিনি।
ফজলে রাব্বি সুইট আরও জানান, আবুল হাসনাত চৌধুরী চন্দন প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন, তার বড় ভগ্নিপতি মাহাবুবার রহমান সরকার নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব, তিনি আইন বিভাগের দায়িত্ব রয়েছেন। তাই তাদের কোনো ভয় নেই।
তার ভগ্নিপতির কারণে নির্বাচন কমিশনের কেউ হাসান তবিকুর চৌধুরী পলিনের মোটরসাইকেল প্রতীকের বিপক্ষে কথা বলতে পারবে না। এ কারণে ৫ জুন একটি ভোট পেলেও বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হবেন পলিন চৌধুরী।
এ বিষয়ে সুইট বলেন, “টিসিবির অতিরিক্ত পরিচালক কখনো নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে কারও পক্ষে ভোট চাইতে পারেন না। তারপরেও তিনি আইন ভঙ্গ করে বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোট চাচ্ছেন। আমরা এ কারণে নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি।”
ফজলে রাব্বি সুইট আরও বলেন, নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব মাহাবুবার রহমান সরকারের স্ত্রী মাসমুদা চৌধুরী মিতা, তিনিও প্রকাশ্যে তার স্বামীর প্রভাব দেখিয়ে ভোট চাচ্ছেন এবং যারা ভোট দেবেন না তাদেরকে নানান ভয়ভীতি দেখাচ্ছেন।
“চন্দন ও মিতার হুমকি দেওয়া, ভোট চাওয়ার অনেক ভিডিও রেকর্ড এবং তাদের বিরুদ্ধে নানান অভিযোগ ভোটাররা রেকর্ড করে আমাদের দিচ্ছেন।”
এ বিষয়ে টিসিবির অতিরিক্ত পরিচালক আবুল হাসনাত চৌধুরী চন্দনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি বরং কয়েক বার ফোন কেটে দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা শাহনাজ পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইতিপূর্বে অভিযোগগুলো আমরা আমলে নিয়েছি এবং কারণ দর্শানোর নোটিশও দিয়েছি। এখনও কেউ যদি কোনো অভিযোগ আমাদেরকে দেন তাহলে ঐ অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট পাঠিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”