Published : 11 Feb 2025, 04:30 PM
গাজীপুরের শ্রীপুরে বাৎসরিক ছুটির টাকাসহ বিভিন্ন দাবিতে প্রায় চার ঘণ্টা মাওনা-কালিয়াকৈর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়। দাবি মেনে নেওয়ার আশ্বাসে বেলা ১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেডের সুইং বিভাগের শ্রমিক সাখাওয়াত হোসেন ও হৃদয় বলেন, কারখানায় প্রায় তিন হাজারের মতো শ্রমিক কাজ করে। শ্রম আইন অনুযায়ী, ওভার টাইম সময়ের রাত্রীকালীন ডিউটি করার সময় নাইট বিল ও টিফিন দেওয়া কথা থাকলেও তা কখনই দেয়নি। ঈদ বোনাস বেসিক বেতনের পুরোটা দেওয়ার কথা থাকলেও ৪০ ভাগ দেওয়া হয়। এছাড়া বাৎসরিক ছুটির বোনাস দেওয়ার কথা থাকলেও তা বিভিন্নভাবে কেটে রেখে দেয়। এসব নিয়ে প্রতিবাদ করলে শ্রমিকদের মারধর করা হয়। তাই তারা আন্দোলনে নেমেছেন।
একই বিভাগের আফজাল নামের আরেক শ্রমিক বলেন, “এসব নিয়ে আমরা একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছি। কিন্তু কর্তৃপক্ষ তা নিয়ে কোনো আলোচনা করছে না। প্রতিনিয়তই শ্রমিকদের ঠকানো হচ্ছে।
“গতবছরও এসব দাবি নিয়ে আন্দোলন হয়। তখনও দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও পরে তা মেনে নেয়নি। আন্দোলন করলে, দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও পরে তা কার্যকর করে না কর্তৃপক্ষ।”
এ বিষয়ে ক্রাউন এক্সক্লুসিভের কর্তৃপক্ষের কেউ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, আন্দোলনরত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হচ্ছে।