Published : 25 Aug 2024, 09:04 PM
নওগাঁর রাণীনগর থানা বিএনপির কার্যালয় একদল সন্ত্রাসী আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পুড়ে যাওয়া কার্যালয়টি পরিদর্শন করেছেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, শনিবার রাতের কোন এক সময় রাণীনগর বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপি থানা কার্যালয়ে আগুন দেওয়া হয়।
আগুনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসহ বিভিন্ন ব্যানার ও ফেস্টুন আগুনে পুড়ে গেছে।
এছাড়া অফিসে থাকা অন্যান্য আসবাবপত্রও আগুনে পুড়ে গেছে। এতে করে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রাণীনগর থানা বিএনপির আহ্বায়ক মোসারব হোসেন।
মোসারব বলেন, “বর্তমানে দেশে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। এই শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতেই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। তারা এই শান্ত জনপথকে নতুন করে অশান্ত করতে চাচ্ছে। কিন্তু আমরা তাদের সেই স্বপ্ন কখনোও সত্যি হতে দেব না।”
পুলিশ সদস্যরা পুড়ে যাওয়া বিএনপির দলীয় কার্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর বলেন, “অভিযোগ বা মামলা পেলে তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”