Published : 04 Jul 2025, 12:33 AM
যশোরের ঝিকরগাছার গদখালীতে শিশু ও নারীসহ একই পরিবারের তিনজনের শরীরে ‘দাহ্য পদার্থ’ নিক্ষেপ করা হয়েছে।
আহতদের পরিবার অ্যাসিড নিক্ষেপের কথা বললেও চিকিৎসকরা তা অ্যাসিড মনে করছেন না। তারা বলছেন, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার ব্যাপার। রাসায়নিক দাহ্য কোনো দ্রব্য নিক্ষেপ করা হয়েছে বলে তাদের ধারণা।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনার পর আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন-গদখালী গ্রামের জামাত আলীর স্ত্রী রাহেলা খাতুন (৫০), মেয়ে রিপা খাতুন (২৬) ও ছেলে ইয়ানূর (৮)।
ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মদ গাজী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযুক্ত ব্যক্তিকে খোঁজা হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন রাহেলার অভিযোগ, রাত ৮টার দিকে তিনি ছেলে-মেয়ে নিয়ে ঘরের ভিতরে বসে ছিলেন। এ সময় বেনাপোলের খড়িডা গ্রামের জসিমসহ ২/৩ জন এসে জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে। এতে তাদের তিনজনের শরীর ঝলসে যায়। পরে লোকজন তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন।
তিনি বলেন, তার কন্যা রিপাকে জসিম বিয়ে করতে চেয়েছিল এক মাস আগে। কিন্তু তিনি অন্যত্র বিয়ে দেন।
এতে ক্ষিপ্ত হয়ে জসিম এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তার।
রিপার চাচা আব্দুর রহমান ও প্রতিবেশী আব্দুল খালেক জসিমের বিরুদ্ধে অভিযোগ আনেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের হোসেন বলেন, “প্রাথমিকভাবে অ্যাসিড বলে মনে হচ্ছে না। আক্রান্ত তিনজনের শরীরে কোনো ক্ষত হয়নি, শুধু দাগ বা ছোপ রয়েছে। নিক্ষিপ্ত তরল দ্রব্যটি রাসায়নিক জাতীয় কোনো দাহ্য পদার্থ হতে পারে। পরীক্ষা-নিরীক্ষা করে বলা যাবে।”
তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই জসিমের বা তার পরিবারের বক্তব্য জানার চেষ্টা চলছে।