Published : 12 Jun 2025, 07:46 PM
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে স্থানীয়ভাবে পরিচিত চারটি ‘টিয়া মাছ’।
বৃহস্পতিবার দুপুরে ‘প্রায় অপরিচিত’ মাছগুলো পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হলে স্থানীয়দের মধ্যে কৌতুহল তৈরি হয়। অনেকেই মাছগুলো দেখতে ভিড় জমান।
কলাপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “স্থানীয়ভাবে এই মাছগুলোকে ‘টিয়া মাছ’ বলা হলেও এর বৈজ্ঞানিক নাম ‘Scarus zufar’ (স্কারাস জুফার)। মাছটি নয় বছর বাঁচতে পারে।
“একে ‘প্যারোট মাছ’ও বলা হয়। এই প্রজাতির মাছ নীল-সবুজ রংয়ের এবং ৫২ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়।”
মৎস্য কর্মকর্তা বলেন, “মাছটি বাংলাদেশে সচরাচর দেখা যায় না। মূলত ভারত মহাসাগর উপকূলীয় অঞ্চল, বিশেষ করে ওমান উপকূল ও দক্ষিণ উপকূলীয় জলসীমায় এসব মাছের দেখা মেলে। ১৯৯৫ সালে এ প্রজাতির মাছ প্রথমবারের মতো বৈজ্ঞানিকভাবে শনাক্ত হয়।”
তিনি আরও বলেন, “‘টিয়া মাছ’ সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত প্রবাল প্রাচুর্য্যপূর্ণ অঞ্চলে এদের দেখা যায় এবং খাদ্যচক্রে এদের গুরুত্ব রয়েছে।”
জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, মাছগুলো ধরা পড়ে বুধবার রাতে পায়রা বন্দরের শেষ বয়ার অদূরে সাগরে। চট্টগ্রামের বাঁশখালি থেকে ‘আল্লাহর দোয়া-৪’ নামের একটি ট্রলারে ১৭ জনকে নিয়ে সাগরে যান জেলে আবু সালেক (৪০)। তার জালেই মাছগুলো ধরা পড়ে। চারটি মাছের মোট ওজন প্রায় পাঁচ কেজি।
দুপুরে আলীপুর মৎস্য আড়তে কৌতুহলিরা জানান, তারা আগে কখনো এই মাছ দেখেননি। মাছগুলো বড় পোয়া মাছের সঙ্গে নিলামে প্রতিকেজি ৫০০ টাকা দরে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী আব্দুল্লাহ।