Published : 28 Jul 2023, 10:59 PM
বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে নিলয় কুমার ভদ্রকে সভাপতি এবং মধুসুদন দামকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকালে শহরের শালতলা এলাকায় শ্রীশ্রী হরিসভা মন্দিরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সংগঠনের সভাপতি জে এল ভৌমিক কমিটি ঘোষণা করেন।
উপস্থিত প্রতিনিধি ও কাউন্সিলরদের কণ্ঠভোটের ভিত্তিতে সভাপতি, চারজন সহসভাপতি, সাধারণ সম্পাদক, দুজন যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর ও আইন সম্পাদক নিয়ে ১২ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি ১৫ দিনের মধ্যে ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
কমিটির অন্য নেতারা হলেন- সহসভাপতি অম্বরিশ রায়, বাবুল সরদার, রবীন্দ্রনাথ বিশ্বাস ও অবনীশ চক্রবর্ত্তী সোনা; যুগ্ম সাধারণ সম্পাদক লিটন সরকার ও সঞ্জয় কুমার বকসী, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার দাস, প্রচার সম্পাদক অচিন দাস এবং আইন বিষয়ক সম্পাদক জগৎজীবন বসু।
এর আগে সকালে হরিসভা মন্দিরের সামনের রাস্তায় সম্মেলনের উদ্বোধন করেন জে এল ভৌমিক। প্রধান বক্তা ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।
জেলার নয় উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীররা বাদ্যযন্ত্র বাজিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন। উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে অতিথি হিসেবে আরও ছিলেন জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূঁইয়া হেমায়েত উদ্দিন, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাগর হালদার।