Published : 18 Oct 2023, 05:30 PM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শারমিন স্টিল লিমিটেড কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও এক শ্রমিক মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।
বুধবার ভোরে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে হাসপাতালের আবাসিক সার্জন তরিকুল ইসলাম জানান।
নিহত ২০ বছর বয়সী মো. জাকারিয়ার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগে মারা যান একই কারখানার শ্রমিক মোজাম্মেল হক (৩০), শরীফুল ইসলাম (২৬) ও সাইফুল ইসলাম।
বিস্ফোরণের ঘটনায় ইকবাল হোসেন (২৫) নামে একজন শ্রমিক বেঁচে থাকলেও তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক তরিকুল ইসলাম।
শনিবার ভোরে গোদনাইলের একটি স্টিল লিমিটেডের কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে; এতে পাঁচ শ্রমিক দগ্ধ হন।
দগ্ধদের মধ্যে মোজাম্মেল হকের শরীরের প্রায় শতভাগ, সাইফুল ইসলামের ৬০ শতাংশ, শরিফুল ইসলামের ৫৭ শতাংশ, মো. জাকারিয়ার ৩৫ শতাংশ ও ইকবাল হোসেনের শরীরের ৩০ শতাংশ পুড়ে যায়।
আরও পড়ুন:
নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৩
নারায়ণগঞ্জের স্টিল মিলে ‘গ্যাস পাইপে বিস্ফোরণে’ ৫ শ্রমিক দগ্ধ