Published : 19 May 2024, 03:11 PM
খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলায় উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ।
বোরবার সকালে উপজেলার ইয়ারাংছড়ি বাজার সংলগ্ন গ্রামে লজ্জাবতী বানর উদ্ধার করা হয় বলে বন বিভাগের ঝুম নিয়ন্ত্রণের আওতাধীন হাজাছড়া রেঞ্জ কর্মকর্তা মো. তুহিনুল হক জানান।
তিনি বলেন, শনিবার সন্ধ্যায় ওই গ্রামের বাসিন্দারা লজ্জাবতী বানরটি রাস্তায় দেখতে পান। পরে সেটিকে উদ্ধার স্থানীয় এক ব্যক্তি তার বাড়িতে নিয়ে যায়। বিষয়টি জানার পর সকালে বন বিভাগ দ্রুত বানরটি উদ্ধার করে।
পরে দীঘিনালার ভৈরফা পাহাড়ে এটিকে সুস্থ অবস্থায় অবমুক্ত করা হয় বলে জানান এই বন কর্মকর্তা।
লজ্জাবতী বানরের বৈজ্ঞানিক নাম (Nycticebus bengalensis)। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ বা আইইউসিএনের লাল তালিকায় লজ্জাবতী বানরকে রাখা হয়েছে ‘বিপন্ন’ ক্যাটাগরিতে। এর মানে হল, এই প্রাণীর প্রজাতি প্রকৃতিতে বিলুপ্ত হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।