Published : 29 May 2025, 02:14 PM
বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআইডাব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মোহাম্মদ শিমুল বলেন, “বৈরী আবহাওয়ার কারণে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
“আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী চলচল শুরু করা হবে।”
দৌলতদিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন বলেন, “হঠাৎ ঝড়ো হাওয়া ও উত্তাল পদ্মার কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটেই যাত্রীরা ভোগান্তিতে পড়েন। অনেকে ঘাটে এসে অপেক্ষায় থেকে ফেরিতে পদ্মা পাড়ি দিয়ে গন্তব্যে চলে যাচ্ছেন।”
আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হবে বলে তিনি জানান।
লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন।
তিনি বলেন, “বৈরি আবহাওয়ায় পদ্মা কিছুটা উত্তাল রয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাট এলাকায় কোন যানবাহন পারের অপেক্ষায় নেই। এই রুটে বর্তমানে ছোট বড় মিলে ১২টি ফেরি চলাচল করছে।”