Published : 12 Mar 2025, 10:10 AM
শেরপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে শেরপুর পৌরসভার চাপাতলী এলাকায় সেকান্দার আলী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম জানান।
নিহত মিম আক্তার (১৩) চরশেরপুর পূর্বপাড়া গ্রামের মিষ্টার আলীর মেয়ে। স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল সে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, শেরপুর শহর থেকে অটোরিকশায় করে ফিরছিল মিম। পথে হঠাৎ মিমের ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। এ সময় গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জুবাইদুল বলছেন, ঘটনার পর আত্মীয়-স্বজনরা ওই নিহত স্কুল ছাত্রীর লাশ হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।