Published : 02 Jul 2025, 01:06 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে বাড়ির ছাদে খেলার সময় গুলিতে নিহত ৬ বছর বয়সী রিয়া গোপের মৃত্যুতে মামলা করেছে পুলিশ।
ঘটনার ১১ মাসের বেশি সময় পর মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় থানার এসআই আবু রায়হান মামলাটি করেন বলে জানিয়েছেন থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ।
মামলায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
রিয়া গোপ নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের পাশে নয়ামাটি এলাকার দীপক কুমার গোপের একমাত্র সন্তান। দীপক স্থানীয় একটি রড-সিমেন্টের দোকানের ব্যবস্থাপকের কাজ করতেন।
মামলার এজাহারে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত বছরের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন মণ্ডলপাড়া থেকে ২ নম্বর গেট এলাকায় মিছিল বের করে সাধারণ ছাত্র-ছাত্রীরা। বিকাল ৪টার দিকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আনুমানিক ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা দৃষ্কৃতিকারী বিভিন্ন আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে মিছিলকারীদের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করে।
এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের দুষ্কৃতিকারীরা এলোপাতারী গুলি করতে থাকলে নয়ামাটি এলাকায় চারতলা বাড়ির ছাদে খেলাধুলা করা রিয়া গোপ মাথায় গুলিবিদ্ধ হয়।
গুরুতর আহত রিয়া গোপকে স্বজনরা প্রথমে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই সকালে রিয়া গোপ মারা যায়।
সেময় শিশুটির বাবা দীপক কুমার গোপ জানিয়েছিলেন, বিকালে নয়ামাটি এলাকায় বাসার ছাদে খেলছিল শিশুটি৷ সেসময় বাইরে গোলাগুলির কারণে পরিস্থিতি খারাপ দেখে মেয়েকে ছাদ থেকে নামাতে যান তিনি৷ কিন্তু কোলে নিতেই একটি গুলি এসে লাগে রিয়ার মাথায়৷ পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েও বাঁচাতে পারেন নি মেয়েকে।
থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, মামলাটি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে করার কথা ছিল, কিন্তু দীর্ঘ সময়েও তা না হওয়াতে পুলিশ মামলা করেছে। মামলায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আরও পড়ুন