Published : 15 May 2025, 09:06 PM
ঈদ উপলক্ষে শুরু হয়েছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২।
এ উপলক্ষে ‘আবারো মিলেনিয়ার’ স্লোগানে আজ বৃহস্পতিবার খুলনা নগরীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রায় চিত্রনায়ক আমিন খান, ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, শতাধিক তরুণ ক্রিকেটারসহ অন্তত তিন শতাধিক পরিবেশক ও বিক্রয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ভার্চুয়ালি শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম।
এ সময় তিনি বলেন, “দেশজুড়ে ৭০০টিরও বেশি ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করার পাশাপাশি ক্যাম্পেইনে ওয়ালটন পণ্যে থাকছে ১০ লাখ টাকা জেতার সুযোগ, সঙ্গে নগদ ভাউচার ও নিশ্চিত উপহার।”