Published : 11 Aug 2024, 03:34 PM
লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
রোববার বেলা ১১টার দিকে অধ্যক্ষ মাহবুবুল করিমের পদত্যাগের দাবিতে কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার ও পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজের এক শিক্ষার্থী নিহত এবং অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছেন। কিন্তু কলেজ অধ্যক্ষ কোনো শিক্ষার্থীর খোঁজ-খবর নেননি। এমনকি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের প্রতিও তার অনেক বিদ্বেষ ছিল।
দুর্নীতিতে তিনি ‘এক নাম্বার’ ছিলেন দাবি করে ছাত্ররা অভিযোগ করেন, অধ্যক্ষ কলেজের অনেক টাকা লুটপাট করেছেন। তিনি বিএনসিসি, স্কাউট, রেডক্রিসেন্ট, কলেজের বিভিন্ন উন্নয়ন খাতের টাকা আত্মসাৎ করেছেন।
অধ্যক্ষ সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলেজ শাখার সমন্বয়করা বলেন, একজন কলেজ অধ্যক্ষ কীভাবে, কোন আইনে সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারেন তা বোধগম্য নয়। তিনি ক্যাম্পাসে ছাত্রলীগের পৃষ্ঠপোষক হিসাবে কাজ করতেন।
তাই অবিলম্বে অধ্যক্ষ মাহবুবুল করিম পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন হুঁশিয়ারি দেন আন্দোলনরতরা।
ছাত্রদের আন্দোলনকে সমর্থন করা কলেজর সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আবু সিনা সৈয়দ তারেক বলেন, “সরকার পতনের পর থেকে তিনি পালিয়ে আছেন। আমরা জানি না- একজন অধ্যক্ষ হয়ে তিনি কেন পলায়ন করেছেন?”
এই শিক্ষক আরও বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা অধ্যক্ষের অপসারণ চেয়েছে, তারা বিক্ষোভ করেছে। আমরা চাই না অধ্যক্ষের জন্য কলেজে কোনো বিশৃংখলা হোক- এজন্য আমরা শিক্ষকরাও সবাই একত্রিত হয়েছি। তার অধীনে আমরা শিক্ষকতা করতে চাই না, আমরাও তার পদত্যাগ দাবি করি।”