Published : 29 Dec 2024, 12:26 AM
জামালপুর সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় জামালপুর-ময়মনসিংহ সড়কে উপজেলার মহেশপুর কালিবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জামালপুর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক।
নিহত রাজু আহমেদ (৩২) জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের (৪১তম বিসিএস) শিক্ষক ছিলেন। তিনি সদর উপজেলার নান্দিনা পুরাতনপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে।
ওসি আবু ফয়সাল বলেন, রাজু আহমেদ মোটরসাইকেলে করে গন্তব্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানান তিনি।
রাজু আহমেদ মোটরসাইকেলে কোনো দিক থেকে কোথায় যাচ্ছিলেন বা কীভাবে গাছের সঙ্গে ধাক্কা খেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।