Published : 12 Nov 2022, 09:01 AM
গাজীপুরের শ্রীপুরে সড়ক মোটরসাইকেল দুর্ঘটনায় বাবার মৃত্যুর পর আহত ছেলেও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয় বলে মাওনা হাইওয়ে থানার ওসি কংকণ কুমার বিশ্বাস জানান।
নিহত মো. ফয়সাল আহমেদ (১১) গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন জৈনা বাজার এলাকার মোখলেছুর রহমানের ছেলে এবং স্থানীয় ফরিদপুর মডেল স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলো।
এর আগে দুপুরে তার বাবা মোহাম্মদ মোখলেছুর রহমান মারা যান।
নিহত শিশুটির স্কুলশিক্ষক আফরোজা আক্তার জানান, দুপুরে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে স্কুল থেকে বাসায় ফিরছিলো ফয়সাল। পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে তার বাবা মারা যান। তখন গুরুতর আহত হয় ফয়সাল। স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
ওসি কংকণ বলেন, শুক্রবার বেলা ১২টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় ইউটার্ন নেওয়ার সময় দ্রুত গতির একটি ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মোকলেছুর রহমান মারা যান।