Published : 04 Jun 2025, 03:29 PM
মাগুরা সদর থেকে নিখোঁজের দুই পর নিজ বাড়ির টিনের চালের ওপর থেকে এক তরুণের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার তাঁতিপাড়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী।
নিহত আমীন উদ্দিন (১৮) ওই এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য তবিবুর রহমানের ছেলে। আমীন মাগুরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
এর আগে রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন আমীন। নিহতের শরীরে ধারাল অস্ত্র দিয়ে কোপানো বেশ কয়েকটি চিহ্ন পাওয়া গেছে।
আমীনের বাবা তবিবুর রহমান বলেন, রোববার রাত ১০টার দিকে ছেলের সঙ্গে তার শেষবার কথা হয়। এ সময় মা আনোয়ার বেগম তাকে জিজ্ঞেস করেন, ভাত খাবে কি-না। তাকে ভাত দিয়ে তিনি নামাজ পড়তে যান।
নামাজ শেষে ছেলেকে আর বাড়িতে পাননি তিনি। তবে তার মোবাইল ঘরেই ছিল। এরপর থেকে তাকে খোঁজাখুঁজি চলছিল। দুই দিন পর সন্ধ্যায় নিজ বাড়ির টিনের চালের ওপর থেকে আমীনের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পাশ দিয়ে রাস্তা রয়েছে।
আমীনকে কেউ হত্যা করে রাস্তা থেকে মৃতদেহটি টিনের চালার ওপর ফেলে রেখে গেছে বলে ধারণা স্বজনদের।
তবিবুর রহমান বলেন, “কেউ আমার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করেছে। তার শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে।”
ওসি আইয়ুব আলী বলেন, সোমবার ওই তরুণ নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকে তাকে খোঁজাখুঁজি চলছিল। মঙ্গলবার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
তিনি বলেন, নিহত তরুণের পরিবার যে বাড়িতে থাকের তা একতলা পাকা বাড়ি। এই বাড়ির দেয়াল ঘেঁষে রয়েছে আরেকটি টিনের ঘর। লাশটি ওই টিনের ঘরের চালার ওপর পড়ে ছিল।
আইয়ুব আলী বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে হত্যার কারণ ও জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।