Published : 23 Jul 2023, 11:09 PM
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ককে ১৯টি চিত্রা হরিণ উপহার দিয়েছেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
প্রথমে ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হরিণগুলো হস্তান্তর করা হয়। পরে কতৃর্পক্ষ বিশেষ ব্যবস্থায় শনিবার সেগুলো সাফারি পার্কে নিয়ে আসে।
বঙ্গবন্ধু সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকতভাবে নিধার্রিত একটি বেষ্টনীর মধ্যে হরিণগুলো কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এগুলোর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ১৯টি হরিণকে দেখভাল করার জন্য আলাদা লোকও নিযুক্ত করা হয়েছে।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, হরিণগুলো পাবনার হেমায়েতপুরের বৈকণ্ঠপুর গ্রামে অঞ্জন চৌধুরীর ব্যক্তিগত খামার বাড়িতে বেড়ে উঠেছে। একই স্থানে বেড়ে ওঠা আরো ২১টি হরিণ এর পরের ধাপে সাফারি পার্কে আসবে।
ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি সূত্র জানিয়েছে, গত ১০ মে ৪০টি হরিণ উপহার দেওয়ার আগ্রহ প্রকাশ করে সংশ্লিষ্ট বিভাগে একটি চিঠি পাঠান অঞ্জন চৌধুরী। এর ধারাবাহিকতায় প্রথম ধাপে এল এই ১৯টি হরিণ।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার সাংবাদিকদের বলেন, “হরিণগুলো বঙ্গবন্ধু সাফারী পার্ককে আরও সমৃদ্ধ করবে। দর্শনার্থীদের বাড়তি আনন্দের খোরাকও জোগাবে।”