Published : 10 Jun 2023, 07:27 PM
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে স্টাইকিং ফোর্স হিসেবে নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার বিকাল থেকে নগরীতে টহল শুরু করেছে বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সিটি নির্বাচনে স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম ও টিটিসিতে অবস্থান করছেন।
“১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে বিজিবির ১৩টি দল স্টাইকিং ফোর্স হিসেবে নগরীতে টহল শুরু করেছে।”
বিজিবি ছাড়াও নগরীতে চার হাজার ৪০০ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযুক্ত করা হয়েছে; যার মধ্যে দুই হাজার ৩০০ পুলিশ রয়েছে।
আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৩০টি ওয়ার্ডে মোট ভোটার দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ভোটার এক লাখ ৩৮ হাজার ৮০৯ জন।
নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ৩০টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ১০টি পদের বিপরীতে ৪২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন: