Published : 14 Oct 2023, 09:57 PM
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ‘প্রতারককে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম জানান, শুক্রবার দুপুরে উপজেলার পুইশুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার উত্তর পাংখারচর গ্রামের বাসিন্দা বাদশা শেখ (৫০) এবং একই গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম বকুল (৪২)।
এ ঘটনায় হাতিয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
মামলার বরাত দিয়ে ওসি ফিরোজ বলেন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে ওই দুইজন পুইশুর গ্রামের রেজাউল শিকদারের বাড়িতে গিয়ে তাৎক্ষণিক প্রতিবন্ধী ভাতা কার্ড করে দিতে পারবেন বলে প্রতিশ্রুতি দেন। এরপর রেজাউল তাদেরকে ভাতা কার্ড করার জন্য তিন হাজার টাকা দেন।
তিনি আরও বলেন, পরে তাদের কথাবার্তা ও আচরণে স্থানীয়দের সন্দেহ হয়। এক পর্যায়ে তারা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা তাদেরকে ধাওয়া দিয়ে আটক করে রামদিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ফাঁড়িতে নিয়ে আসে।
ওসি বলেন, “তারা প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন।”
তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।