Published : 17 Oct 2023, 08:53 PM
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ২০০ টাকা চুরির অপবাদে এক মাদ্রাসা ছাত্রকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
রোববার পৌর শহরের আব্দুল কাদের জমাদ্দার হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে বলে ভান্ডারিয়া থানার ওসি আসিকুজ্জামান জানান।
গুরুতর আহত ওই ছাত্রকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মঙ্গলবার সকালে ১১ বছর বয়সি ওই ছাত্রকে দেখতে হাসপাতালে যান ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা।
ওই ছাত্রের মায়ের অভিযোগ, “আমার ছেলে ওই মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করে। ঘটনার দিন মাদ্রাসার এক ছাত্রের ২০০ টাকা হারিয়ে যায়। বিষয়টি সে শিক্ষকদের জানায়। পরে তারা আমার ছেলেকে সন্দেহ করে। চুরির অপবাদ দিয়ে মাদ্রাসার একটি কক্ষে তাকে আটকে রেখে হাত-পা বেঁধে মারপিট করা হয়।
“মারপিটের এক পর্যায়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি পরিবারের কাউকে না জানাতে হুমকিও দেওয়া হয়। পরে সোমবার সন্ধ্যায় এক রিকশা চালকের সহায়তায় বাড়িতে পৌঁছে নির্যাতনের বিষয়টি আমাকে জানায়।”
এদিকে এ ঘটনার পর থেকে ওই মাদ্রাসার শিক্ষক মো. জাকির হোসেন তার মোবাইল ফোন বন্ধ করে পালিয়েছেন বলে জানায় পুলিশ।
ওসি আসিকুজ্জামান বলেন, “অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”