Published : 16 Nov 2024, 10:08 PM
গাজীপুরের টঙ্গীতে ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়।
শনিবার দুপুরে সাতাইশ শরিফ মার্কেট এলাকায় মসকট গ্রুপের ঝুট নিয়ে এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার ঝুট ব্যবসার দখল নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে বিরোধ চলছিল।
কয়েকদিন ধরে ‘মাসকট গ্রুপের’ ঝুট নেওয়া নিয়ে মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলামের লোকজন এবং ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিনের লোকজন এলাকায় মহড়া দিচ্ছিলেন। সকাল থেকে ওই কারখানার ঝুট কে নেবে, তা নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
নাম প্রকাশে না করা শর্তে একজন বলেন, “দুপুর ১টার দিকে দুপক্ষের লোকজন দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহড়া দিতে থাকে। এক পর্যায় আলাউদ্দিনের লোকজন ঘটনাস্থল থেকে চলে গেলে, অপরপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজনকে খোঁজাখুঁজি ও এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন।
“পরে তারা সড়কে চলমান করা অটোরিকশা ভাঙচুর করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন এবং কারখানা থেকে ঝুটভর্তি ট্রাক নিয়ে চলে যান। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়।”
গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, “ঘটনাস্থলে আমি ছিলাম না। তবে পরে খবর শুনেছি।”
৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বলেন, “আমরা যতক্ষণ সেখানে ছিলাম, তারা দূরে লোকজন নিয়ে অবস্থান করছিল। পরে সেখান থেকে চলে গেলে, তারা কারখানার সামনের সড়কে চলাচল করা যানবাহন ভাঙচুর করে।
“এতে স্থানীয় লোকজনের মাঝে আতঙ্ক সৃস্টি হলে, তারা কারখানা থেকে ট্রাকবোঝাই মালামাল নিয়ে চলে গেছে বলে জানতে পেরেছি।”
ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানান, ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ গিয়ে কাউকে পায়নি। সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।