Published : 12 Jun 2025, 05:35 PM
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানিয়েছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরও ১২৪ জন নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৃতরা হলেন- পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুঠিয়াকাঠি গ্রামের বাসিন্দা মো. ইয়াসিনের মেয়ে নার্সিং শিক্ষার্থী ইসরাত জাহান (২০), বরগুনার চরপাড়া এলাকার বাসিন্দা চাঁন মিয়া (৭৫) ও থানাপাড়া এলাকার গোশাই দাস (৮৫)।
এর মধ্যে নার্সিং শিক্ষার্থী বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি দুজন বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ বলেন, “বর্তমানে ডেঙ্গু জ্বলরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগজনক। এ পরিস্থিতি থেকে বের হতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি।
“মশার বিস্তার রোধ করতে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।”
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু থেকে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করেছে।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৮৬ জন।
বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৩২৪ জন। আর মৃত্যু হয়েছে সাতজনের।
এরমধ্যে বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। মৃত সাতজনের মধ্যে পাঁচজনই বরগুনার। আক্রান্তের সংখ্যাও বরগুনায় বেশি, এ জেলায় সংখ্যা ১ হাজার ৩৫৪ জন।