Published : 14 Jun 2025, 08:14 PM
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। এ ছাড়া নারীসহ আরও দুইজন আহত হয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে বলে জানান আজমিরীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম।
নিহত আলমগীর মিয়া (৪০) ঘরদাইর আগলা হাটি গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হাওরে গরু চরাতে নিয়ে যাওয়ার সময় হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে আলমগীর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে স্বজনরা মাঠ থেকে মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় বলে জানায় পুলিশ।
এদিকে একই সময় ওই গ্রামে পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ দুইজন আহত হয়েছেন।
আহতরা জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ওসি শফিকুল ইসলাম।
এ ছাড়া উপজেলা সদর ইউনিয়নের গুইয়ারবন্দে বজ্রপাতে দুটি মহিষ মারা গেছে।