Published : 04 Jun 2025, 02:12 PM
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি সেপটিক ট্যাংক থেকে ছয় বছর বয়সী এক শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোরে উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর গ্রামের পরিত্যক্ত একটি বাড়ি থেকে লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগের দিন বিকালে সে নানা বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল বলে জানান শাহজাদপুর থানার ওসি আসলাম আলী।
নিহত লামিয়া বিন্নাদাইর গ্রামের পোশাককর্মী নাজিম উদ্দিন ও মিনা দম্পত্তির মেয়ে।
নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, নাজিম উদ্দিন বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির কাছে বসতবাড়ি করে সেখানেই বসবাস করে আসছেন। তিনি এবং তার দুজনই ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। তাদের দুই মেয়ে নানা আব্দুর রশিদের বাড়িতে থাকতো। মঙ্গলবার বিকালে লামিয়া নানা বাড়ি থেকে নিখোঁজ হয়।
অনেক খোঁজাখুজির পরও নাতিকে না পেয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নানা রশিদ। এরপর বুধবার ৪টার দিকে বিন্নাদাইর গ্রামের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে শিশু লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ওই বাড়িটি মাদকসেবী ও অপরাধীদের আড্ডা খানা ছিল।
ওসি আসলাম আলী বলেন, “শিশু লামিয়ার মুখ স্কচটেপ দিয়ে আটকানো এবং হাত-পা বাঁধা ছিল। নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”