Published : 27 May 2025, 04:03 PM
আগামী ১ জুন থেকে নরসিংদী রেলওয়ে স্টেশনে তিনটি আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতি করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপককে দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আপ মহানগর গোধুলী (৭০৩), ডাউন মহানগর প্রভাতী (৭০৪) এবং ডাউন উপবন এক্সপ্রেস (৭৪০) নরসিংদী রেলওয়ে স্টেশনে দুই মিনিট যাত্রাবিরতি করবে; যা আগামী ১ জুন থেকে কার্যকর হবে।
এ বিষয়ে দ্রুত ট্রেনের সিট অ্যালোকেশন ও টিকিট বিক্রির বিষয়ে সিসিএম (পূর্ব) ব্যবস্থা গ্রহণ করবেন বলে চিঠিতে বলা হয়েছে।
এ ছাড়া নরসিংদী রেলওয়ে স্টেশনে ৭০৩, ৭০৪ এবং ৭৪০ নম্বর ট্রেন যাত্রাবিরতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
দীর্ঘদিনের প্রত্যাশিত এ দাবি পূরণ হওয়ায় যাত্রীদের দুর্ভোগ অনেকটা লাঘব হবে বলে মনে করেন নরসিংদী ট্রেনযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল।