Published : 17 Jun 2025, 05:40 PM
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার পথে রাজশাহীর তানোর থানা যুবলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান দর্শনা থানার ওসি শহীদ মুহম্মদ তিতুমীর।
গ্রেপ্তার জুবায়ের ইসলাম (৫৮) রাজশাহীর সাদিপুর এলাকার প্রয়াত আবু বাক্কারের ছেলে। তার বিরুদ্ধে তানোর থানায় হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে দুটি মামলা রয়েছে।
ওসি তিতুমীর বলেন, জুবায়ের ভারতে যাওয়ার জন্য দর্শনা সীমান্তে আসেন। জয়নগর ইমিগ্রেশন পুলিশ গোপন খবর পেয়ে তাকে আটক করে। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
জুবায়েরকে তানোর থানা-পুলিশের হাতে সোপর্দ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।