Published : 07 Oct 2024, 04:03 PM
খাগড়াছড়িতে এক শিক্ষককে হত্যার পর সহিংসতার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে সদর উপজেলার শালবন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লুৎফুর রহমান, নূর মোহাম্মদ, ইসলাম হোসেন, শাহজাহান ও মো. কামরুল।
ধর্ষণের অভিযোগ এনে ১ অক্টোবর খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে ক্যাম্পাসে পিটিয়ে হত্যা করে উত্তেজিত শিক্ষার্থীরা।
এ ঘটনার পর বিক্ষুব্ধরা খাগড়াছড়ি শহরের কল্যাণপুর এলাকার কেএসটিসি নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় ১০০ থেকে ১৫০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী কল্যানী চাকমা।