Published : 27 Dec 2024, 09:26 PM
ফরিদপুরে পদ্মা নদীর বালুচরে অনুষ্ঠিত হল বর্ণিল ঘুড়ি উৎসব। ‘চলো হারাই শৈশবে’ শ্লোগানে বর্ণাঢ্য এ আয়োজনে যোগ দেন নানা বয়সি হাজারো মানুষ।
শুক্রবার বিকালে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় এলাকার পদ্মার চরে বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন ফরিদপুরের ডিসি কামরুল হাসান মোল্যা।
আকাশে উড়ছে সুতোয় বাঁধা শত ঘুড়ি। ড্রাগন, কঙ্কাল, সাপ, স্টার, চিল, বাদুর, অক্টোপাস, বক্সসহ বাহারি রঙ ও আকৃতির ঘুড়ি।
নীল আকাশকে বর্ণিল করে তোলা ঘুড়ি উৎস পদ্মার তীরে দাঁড়িয়ে উপভোগ করছেন নানা বয়সের হাজারো মানুষ।
অষ্টম বারের মত ব্যতিক্রমী এ আয়োজন করে ‘ফরিদপুর সিটি পেইজ’ নামের একটি সামাজিক সংগঠন।
এতে অতিথি ছিলেন পেপারটেক লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হুসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ফারিয়ান ইউসুফ।
উৎসবে জেলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো প্রতিযোগী বিভিন্ন আকৃতির ও রঙের ঘুড়ি নিয়ে অংশ নেন।
এ উৎসব দেখতে পদ্মা নদীর পাড়ে জড়ো হন বিভিন্ন বয়সের হাজারো মানুষ।
বড়দের সঙ্গে ঘুড়ি উড়ানো দেখতে আসে অনেক শিশু-কিশোরও। পরে প্রতিযোগীদের মধ্যে বিজয়ী তিনজনকে পুরস্কার দেওয়া হয়।
প্রথমবারের মত ছেলেকে সঙ্গে নিয়ে মাদারীপুর থেকে উৎসব উপভোগ করতে এসেছেন রোকেয়া বেগম।
তিনি বলেন, “ঘুড়ি উৎসবে এসে অনেক ভালো লেগেছে।এ ধরনের আয়োজন দেখে শৈশবে ফিরে গেছি।”
বান্ধবীদের নিয়ে এসেছেন আফসানা নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।
তিনি বলেন, “অনেক শুনেছি এই ঘুড়ি উৎসবের কথা, এ কারণে এ বছর দেখতে এসেছি। আনন্দ পেয়েছি। অনেকদিন পর ঘুড়িও উড়িয়েছি।”
ডিসি কামরুল হাসান বলেন, “ঘুড়ি আমাদের বাঙালির ঐতিহ্য, আর এটিকে সারা বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন।
“এ উৎসব আমাদের তরুণ ও যুব সমাজকে মাদক ও অপরাধ প্রবণতা থেকে দূরে রাখবে।”
পুরোনো খবর: