Published : 31 May 2025, 09:18 PM
ময়মনসিংহে পৃথক বজ্রপাতের ঘটনায় শিশু-কৃষক ও দুই গরুর প্রাণ হানির ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের লামকাইন চর ও নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে এসব ঘটনা ঘটে বলে পুলিশ ও এলাকাবাসী জানায়।
নিহত কৃষক সোহাগ মিয়া (৩৪) গফরগাঁও উপজেলার পাগলা থানার লামকাইন গ্রামের মো. হজরত আলীর ছেলে।
এ ছাড়া ১২ বছর বয়সি নিহত সাইদুল ইসলাম (১২) নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের হযরত আলীর ছেলে।
স্বজনরা জানান, সোহাগ মিয়া বেলা এগারোটার দিকে ব্রহ্মপুত্র নদের চর লামাকাইনে গরু চড়াতে নিয়ে যান। দুপুরের দিকে বজ্রপাতে দুই গরুসহ সোহাগ ঘটনাস্থলে মারা যান।
নিহতের চাচাতো ভাই ফেরদৌস আহমেদ মাস্টার বলেন, সোহাগ মিয়া দুই ছেলে সন্তানের জনক।
অন্যদিকে নিহত সাইদুল ইসলামের স্বজনরা জানান, সাইদুল তার পরিবারের সঙ্গে গাজীপুরের মাওনা এলাকায় বসবাস করতো। মাওনার একটি স্কুলে ষ্ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাইদুল কিছুদিন আগে বাবার সঙ্গে নিজ বাড়ি নান্দাইলের কামালপুরে আসে।
দুপুরে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল সাইদুল ইসলাম। তখন বজ্রপাতে গুরুতর আহত হয় সে।
পরে স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল মডেল থানার ওসি মোহা. আনোয়ার হোসেন বলেন, “বজ্রপাতে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”