Published : 23 Jan 2024, 01:04 PM
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় একটি বাজারে আগুন লেগে সাতটি দোকান পুড়ে গেছে।
সোমবার রাত ১টার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ডেওটুকোন বাজারে এ ঘটনা ঘটে বলে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, “রাত ১টার দিকে ওই বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৪০-৪৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
“কিন্তু ততক্ষণে খাইরুল মিয়ার ওয়ার্কশপের দোকান, শফিক মিয়ার ফার্নিচারের দোকান, আব্দুর রাশেদের দোকান এবং মোতালেব মিয়া, আবু তালেব, আলী উসমান ও রফিক মিয়ার চায়ের স্টল পুড়ে ছাই হয়ে যায়।”
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা এ ফায়ার সার্ভিস কর্মকর্তার।
এদিকে আগুনে সব মিলিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।