Published : 27 Jun 2025, 09:41 AM
গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় অন্তঃসত্ত্বা এক নারীসহ দুই পথচারী নিহত হয়েছেন। এসময় শিশুসহ দুজন আহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল।
নিহতরা হলেন- ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কদমী গ্রামের আ. রহমানের স্ত্রী ও চার মাসের অন্তঃসত্ত্বা রহিমা বেগম (৩০) এবং বোয়ালমারী উপজেলার কলারণ গ্রামের জামাল উদ্দিন (৭০)।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, ঢাকাগামী বালুভর্তি একটি ট্রাক দুপুরে পুরাতন মুকসুদপুর এলাকায় পথচারী রহিমা বেগম, জামাল উদ্দিনসহ চারজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রহিমা বেগম মারা যান।
এ সময় জামাল উদ্দিনসহ আরো তিনজন আহত হন। সংকটাপন্ন অবস্থায় জামাল উদ্দিনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ জামাল উদ্দিন সেখানে মারা যান।
পরিদর্শক শীতল চন্দ্র পাল বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে ।