Published : 16 Aug 2024, 02:09 AM
দলের শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কাজের অভিযোগে হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিমকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয় বলে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন।
চিঠিতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কার্যকলাপের জন্য আবুল হাশিমকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হল।
জি কে গউছ জানান, তিনি কেন্দ্র থেকে আবুল হাশিমকে বহিষ্কার আদেশের একটি চিটি পেয়েছেন।
তিনি আরও জানান, ২০১৯ সালের ২৪ এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে আবুল হাশিমকে হবিগঞ্জ জেলার আহ্বায়ক করে ৪৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।