Published : 24 Apr 2025, 05:43 PM
সৌন্দর্য রক্ষায় নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভার সড়কের দুইপাশ থেকে ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে লালপুর উপজেলা চত্বর হয়ে পৌরসভাজুড়ে এই কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গোপালপুর পৌর প্রশাসক মো. মেহেদী হাসান।
এ সময় গোপালপুর স্টেশন, রেলগেট এলাকা ও গোপালপুর বাজার এলাকার বিভিন্ন সড়কের পাশে গাছ, বৈদ্যুতিক খুঁটিসহ নানা স্থাপনায় ঝুলিয়ে রাখা ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়।
প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গোপালপুর পৌরবাসীও।
পৌর এলাকার বাসিন্দা মহিউদ্দিন রাজ বলেন, “দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন এলাকায় সড়কের দুইপাশ থেকে ব্যানার, ফেস্টুন, পোস্টার ঝুলে থাকত। যা খুবই দৃষ্টিকটু লাগত। এখন সেগুলো সরিয়ে ফেলায় সড়ক পরিচ্ছন্ন মনে হচ্ছে।”
আরেক বাসিন্দা বাবর আলী বলেন, “ব্যানার-ফেস্টুনের কারণে পৌরসভার সৌন্দর্য নষ্ট হচ্ছিলো। পৌরসভা থেকে এসব অপসারণ করার উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আগামীতে যেন পৌরসভার সৌন্দর্য রক্ষার্থে এসব বাধা না হয়, সেজন্য পৌরবাসীকেও সচেতন হতে হবে।”
এ ব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে আমরা অভিযান পরিচালনা করছি। বিভিন্ন ধরণের ব্যানার ফেস্টুন, বিলবোর্ড অপসারণ করা শুরু করেছি।
পর্যায়ক্রমে অভিযান আরও জোরদার করা হবে এবং পরবর্তীতে পৌর নীতিমালার পরিপন্থি এসব পোস্টার-ব্যানার লাগালে জরিমানাও করা হবে হুঁশিয়ার করেন উপজেলা প্রশাসনের ওই কর্মকর্তা।