Published : 25 Nov 2024, 09:45 PM
খাগড়াছড়ির রামগড় উপজেলায় নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন একজন।
সোমবার খাগড়াছড়ি জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আজিজুল হক আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) হেমন্ত ত্রিপুরা।
দণ্ড পাওয়া মো. জাহাঙ্গীর আলম (৪৫) মাটিরাঙ্গা উপজেলার জয়নাল আবেদিনের ছেলে।
পিপি হেমন্ত ত্রিপুরা জানান, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর রাত ৮টার দিকে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের মাহবুবনগরের সেগুন বাগান এলাকার ফাতেমা আক্তারকে (৫৫) ধর্ষণের পর হত্যা করা হয়।
ঘটনার সাত দিন পর নিহতের এক স্বজন বাদী হয়ে জাহাঙ্গীর আলমকে আসামি করে রামগড় থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিনে বেরিয়ে পলাতক আছেন তিনি।
তদন্ত শেষে ২০২০ সালে ২৮ জানুয়ারি দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে ২০২৩ সালের ৯ মে অভিযোগ গঠন করে আদালত।
পিপি বলেন, সাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জাহাঙ্গীরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক।
এ ছাড়া অপর আসামি মো. নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।