Published : 28 Jun 2025, 05:15 PM
শেরপুরে একটি বেসরকারি হাসপাতাল থেকে তিন দিন বয়সি এক মেয়ে নবজাতক চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করছে শিশুটির পরিবার।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের বটতলা এলাকার বেসরকারি ইউনাইটেড হাসপাতালে এ ঘটনা ঘটে বলে জানান শেরপুর সদর থানার ওসি জোবায়দুল আলম।
শিশুটির পরিবার জানায়, বুধবার বিকালে পৌর এলাকার চাপাতলী মহল্লার মাংস ব্যবসায়ী মো. ফিরোজ মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী আবেদাকে অস্ত্রোপচার করার জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে আবেদা কন্যা সন্তানের জন্ম দেন।
এরপর থেকে ফিরোজের মাসহ তার দুই আত্মীয় তাদের সঙ্গে ওই হাসপাতালে অবস্থান করছিলেন। এর মধ্যে হাসপাতালে একজন অজ্ঞাতপরিচয় নারীর সঙ্গে তাদের সখ্যতা গড়ে ওঠে। ওই নারী তাদেরকে জানান, তার এক আত্মীয় হাসপাতালে ভর্তি আছেন।
শনিবার সকাল সাড়ে ৯টায় শিশুটির মা বাথরুমে ও অন্য স্বজনরা বাইরে থাকার সুযোগে বোরখা পরা ওই নারী শিশুটিকে চুরি করে নিয়ে পালিয়ে যান। ফিরে এসে শিশুটিকে না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ের স্বজনরা।
ঘটনার পর ওই কক্ষের সামনের সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে ক্যামেরা নষ্ট বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সন্দেহ আরও বেড়ে যায়।
শিশুটির বাবা ফিরোজ মিয়া বলেন, “এ ঘটনার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের যোগসাজশ রয়েছে। পরে বাইরের একটি সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় বোরখা পরা ওই নারী শিশুটিকে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।”
হাসপাতাল কর্তৃপক্ষ তার মেয়েকে উদ্ধারের ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান ফিরোজ মিয়া।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ওসি জোবায়দুল আলম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।