Published : 11 Jun 2024, 11:22 PM
ভোলার লালমোহনে উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই ইউনিয়নে অর্ধশত ব্যক্তি সহিংসতার শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার এ উপজেলায় নির্বাচনের পর থেকে লর্ড হার্ডিঞ্জ ও বদরপুর ইউনিয়নে বিজয়ী ভাইস চেয়ারম্যান প্রার্থীর (তালা) কর্মীদের বিরুদ্ধে পরাজিত প্রার্থীর (চশমা) সমর্থকদের পিটিয়ে আহত করা, ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘর ভাঙচুরের অভিযোগ ওঠে।
লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহাদাত হোসেন বলেন, তিনি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তবে নির্বাচিত ভাইস চেয়ারম্যান জাকির হোসেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, “এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার বলেন, “সহিংসতার খবর শুনে লর্ড হার্ডিঞ্জ ও বদরপুরে পুলিশ মোতায়ন করা হয়েছে। তারা টহলে আছে।”
বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসাদ উল্লাহ মেলকার বলেন, তিনি শালিক ও চশমা প্রতীকের প্রার্থীর সমর্থক ছিলেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে শতাধিক জনের একটি দল ইউনিয়নের সমস্ত এলাকা চষে বেড়াচ্ছে। বিভিন্নজনকে মারধর করছে।
ইউপি চেয়ারম্যানের অভিযোগ, রোববার রাতে এ বাহিনী তাদের বাড়িতে হামলা করে তার ভাইয়ের ঘর ভাঙচুর করেছে। মায়ের হাত ধরে হেঁচকা টান দিয়ে মাথায় লাঠি দিয়ে আঘাত করেছে। তার বৃদ্ধা মাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আসাদ উল্লাহ বলেন, “ঘটনা পরিদর্শনে রাতে পুলিশ আসে।”