Published : 01 Apr 2025, 03:40 PM
হবিগঞ্জের লাখাই উপজেলায় তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব তেঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে লাখাই থানার ওসি বন্দে আলী মিয়া জানান।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানাতে না পারলেও ওসি বলেন, আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে কোনো একটি বিষয় নিয়ে পূর্ব তেঘরিয়া গ্রামের আব্দুল মজিদের সঙ্গে একই গ্রামের তাহের মিয়ার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হন।