Published : 01 Jun 2025, 09:00 AM
টানা বৃষ্টিতে সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে শিশুসহ এক পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।
শনিবার রাত ২টার দিকে বখতিয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোলাপগঞ্জের ইউএনও ফয়সাল মাহমুদ ফুয়াদ।
তিনি জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকার রিয়াজ উদ্দিন (৫০), রহিমা বেগম; তাদের সন্তান সামিয়া খাতুন (১৫) ও আব্বাস উদ্দিন (১৩) ।
স্থানীয়রা জানিয়েছেন, রিয়াজের বসতঘরের অবস্থান টিলার পাদদেশে। শনিবার রাতে সেখানে ধস হলে ঘরে থাকা রিয়াজসহ চারজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। পরে প্রশাসনের লোকজন মৃতদেহ উদ্ধার করে।
লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান বলেন, “বখতিয়ার এলাকার আমাদের ইউপি মেম্বারের বাড়ি পাশের একটি টিলা ধসে চারজন মাটির নিচে আটকা পড়েন। আমি স্থানীয় লোকজন নিয়ে উদ্ধার শুরু করেছিলাম। কিন্তু ঝুঁকিপূর্ণ হওয়ায় তা আগানো সম্ভব হয়নি।
“ঘরের পেছনের অংশ দিয়ে আমরা তিনজনের মাথা বের করেছিলাম; কিন্তু মাটি পড়ে আবার সেগুলো তলিয়ে যায়।”
গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, “টিলা ধসে চারজনের মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও আমরা মিলে চারজনের লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।”