Published : 24 Feb 2025, 04:29 PM
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ক্ষতিকর রং ও চামড়ায় দেওয়া লবণ দিয়ে বেকারির পণ্য তৈরি করার দায়ে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার সকাল উপজেলার ভাদুঘর শান্তিনগর এলাকার বাকাইলে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সুরুচি বেকারিতে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত এবং নিষিদ্ধ রং ও টেক্সটাইল সল্ট (চামড়ার লবণ) দিয়ে পণ্য প্রস্তুতের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায়ের পাশাপাশি সতর্ক করা হয়েছে বলে জানান ইফতেখারুল আলম।
এ ছাড়া বেকারি পরিচালক ভবিষ্যতে এমন কার্য থেকে বিরত থাকার অঙ্গীকার করেছেন বলে জানান ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।