Published : 06 Feb 2025, 01:18 PM
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৭ কেজি সোনাসহ দুই যাত্রীকে আটক করা হয়েছে।
জাতীয় গোয়েন্দা সংস্থা ও এয়ারপোর্ট কাস্টমস কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বিজি ২৫২ ফ্লাইটের দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে সোনাগুলো উদ্ধার করে।
আটকরা হলেন- আফতাব উদ্দিন (৩৬) এবং সাঈদ আহমদ (২৪) ।
কাস্টমসের সিলেট বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ বলেন, “সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বিমানের দুই যাত্রীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া সোনার পরিমাণ ১৭ কেজির কমবেশি হতে পারে।
“দুই যাত্রীর লাগেজের ভেতর ফ্যানের মধ্যে কৌশলে রাখা ১২০টি সোনার বার ও চারটি গোলাকার পিণ্ড উদ্ধার করা হয়।”