Published : 29 Jul 2024, 03:41 PM
কোটা সংস্কার আন্দোলনের ঘিরে বন্ধ করে দেওয়া ক্যাম্পাস খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে গ্রাফিতি এঁকে প্রতিবাদ জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে নথুল্লাবাদ থেকে নগরীর বিবি পুকুরের পূর্ব পাড় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সামনে আসেন শিক্ষার্থীরা। পরে সেখানে দেয়ালে গ্রাফিতি আঁকেন তারা।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, শিক্ষার্থীরা নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আধা ঘণ্টা অবস্থান নিয়েছিল। পরে তারা নিজেরাই চলে গেছে।
এর আগে রোববার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় বিভিন্ন ধরনের গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করে বলে কোটা সংস্কার আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় বিশ্বাস শুভ জানান।
গ্রাফিতি অঙ্কনে মৃত আবু সাঈদসহ বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরেন শিক্ষার্থীরা। পাশাপাশি দেওয়াল লিখনে শিক্ষার্থীরা লেখেন “এই মৃত্যু উপতক্যা আমার দেশ না।”, “একি সভ্যতা নাকি সব ভোঁতা?”, মাথা উচু রাখাই নিয়ম!” “রাষ্ট্রযন্ত্র না গণতন্ত্র।”
শুভ বলেন, “কোটা সংস্কার আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের হামলা, গুম-হত্যার বিচার, ক্যাম্পাস খুলে দেওয়া ও মামলা প্রত্যাহারের দাবিতে গ্রাফিতি এঁকে প্রতিবাদ জানানো হয়েছে।”