Published : 17 May 2024, 10:07 AM
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি বাস খাদে পড়ে পাঁচজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
শুক্রবার ভোরে উপজেলার বসন্তপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মো. লোকমান হোসেন জানান।
নিহতরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০), চট্টগ্রামের বাশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবসারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬), নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাহাপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে নাসির উদ্দিন পলাশ (৪০), লক্ষ্মীপুর সদরের আবু তাহের খোকন (৪৮) ও ময়মনসিংহের মুক্তাগাছার মাসুদ (২১)।
এ ঘটনায় আহতরা হলেন- কক্সবাজারের ফিরোজ (৪০), মোক্তার হোসেন (৪০), ফজলুর রহমান (৪২), আরাফাত (৩৪), সিয়াম (৩২), সোহাগ (২৮), কামরুন নাহার (২৫), স্বপন শিকদার (২৫), রফিকুল ইসলাম (৩০), মনিরসহ (৩০) ১৫ জন।
তাদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
ওসি লোকমান বলেন, “রিল্যাক্স পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথে বসন্তপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
“আর আহত ১৫ জনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত ১১ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে আমাদের হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
ঘটনাস্থলে কথা হয় চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সাব অফিসার বিপ্লব কুমার নাথের সঙ্গে।
তিনি বলেন, “পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে পাঁচজনের লাশ উদ্ধার করেছি। আমাদের উদ্ধার অভিযান শেষ হয়েছে।”
চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ চন্দ্র সাহা বলেন, রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ওই পাঁচজন নিহত হয়েছেন। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।