Published : 30 Oct 2024, 04:08 PM
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১২টায় স্টেশন রোড এলকায় ফায়ার সার্ভিস গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. কায়সার আহমেদ জানান।
নিহত জাফর উল্লাহ (৪২) ফেনী জেলার করোচিয়া গ্রামের মৃত করিমুল্লাহর ছেলে।
গ্রেপ্তররা হলেন- শাহীন (২২) ও রাকিব (২৪)।
স্থানীয়দের বরাতে ওসি কায়সার বলেন, “রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন জাফর উল্লাহ। পথে ছিনতাইকারীরা তার পথরোধ করে গলা ও থুতনিতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে সব ছিনিয়ে নেয়।
“স্থানীয়রা আহত অবস্থায় জাফর উল্লাহকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ সুযোগে ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলে দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয় আশপাশের লোকজন।”
গুরুতর আহত অবস্থায় এক ছিনতাইকারী বর্তমানে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ওসি বলেন, হত্যা মামলায় গ্রেপ্তারদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন রযেছেন। আরেকজন পুলিশ হেফাজতে রয়েছে।
আর নিহত জাফরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।