Published : 03 Feb 2025, 07:50 PM
গাজীপুর নগরে সড়কের পাশে একটি বিপণিবিতানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. মামুন।
আগুনের কারণে ব্যস্ততম এই মহাসড়কটিতে যানজট দেখা দেয়। বিকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণের পর যান চলাচল স্বাভাবিক হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, টিনের ছাউনি দেওয়া আধাপাকা বিপণিবিতানের নাম ‘আনোয়ারা বেগম সুপার মার্কেট’। দোকানগুলোতে গ্যাসের চুলাসহ এর মালামাল ও গ্যাস সিলিন্ডার বিক্রি করা হয়।
বেলা সাড়ে ৩টার দিকে গ্যাসের সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের আরও তিনটি দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নগরের ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি এবং কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যান। এক ঘণ্টার চেষ্টায় বিকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়।
এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকামুখী যানবাহন জয়দেবপুর সড়ক ব্যবহার করে উড়ালসড়ক হয়ে ঢাকায় প্রবেশ করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মামুন বলেন, আগুনে মালামালসহ চারটি দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। এ ছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি।